নিজস্ব প্রতিবেদক:
পদোন্নতি পেয়ে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হলেন উখিয়ার সুসেন কুমার বড়ুয়া।
বৃহস্পতিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে উক্ত পদে পদায়ণ করা হয়।
জানা গেছে, অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া ১৯৯৩ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষকতা জীবনের সূচনা করেন খাগড়াছড়ি সরকারি কলেজে।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অত:পর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন রাঙ্গামাটি সরকারি কলেজে।
পরে, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে ২০১৫ সালে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজে যোগদান করেন।
এভাবে, প্রায় দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের সুষম পাঠদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন অতিবাহিত করেছেন অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া।
উল্লেখ্য যে, গেলো বছরের ৩০’শে জুলাই অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি।
অধ্যাপক সুসেন কুমার বড়ুয়ার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামে। তিনি সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৮
পরের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.