চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে মামলা

ওয়ান  নিউজঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ডা: মোহাম্মদ ইসমাইল খানসহ ৮৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় সুনির্দিষ্ট ২৩ জনসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে ৬০ জন। চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল হকের আদালতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মোহাম্মদ সবুজ নামে ব্যক্তি নিজেকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকুরীজীবী উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসাবে চলা মানববন্ধব কর্মসূচিতে লাঠিসোঠা, লোহার রড, হকিস্টিক ও কিরিচ নিয়ে স্বৈরাচারের দোষরসহ আসামিরা হামলা করে। হামলায় ৫০ জনের অধিক আহত হন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলা উদ্দিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিছবাহ ইবনে হাকিম, কাজী মুসফিকুল সালেহীন ও মুন্সি তৌজিদ মুরাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সুনির্দিষ্ট ২৩ জন। অজ্ঞাত আসামি রয়েছে ৬০ জন।

  1. kalorifer sobası বলেছেন

    Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.