চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ৪জন কৃতি শ্যুটারকে সিএমপি কমিশনারের অভিনন্দন
জে জাহেদ চট্টগ্রাম:
১৮ই মার্চ দুপুর ০১.০০ ঘটিকার সময় সিএমপি কমিশনার মহোদয়ের কার্যালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সভাপতি ও পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, জনাব মোহাঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ মোখলেছুর রহমান এর উপস্থিতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের চার জন কৃতি শ্যুটারকে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ গত ৮ই হতে ১৬ই অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেইমসে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের শ্যুটার সায়রা আরফিন ও কাজী সাজিদুল হোসেন রৌপ্য পদক অর্জন করেন, অপর এক শ্যুটার সাকের আহম্মদ ০১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
অপর একটি ইভেন্ট হামিদুর রহমান ইয়থ শ্যুটিং চ্যাম্পিয়ানশিপে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের শ্যুটার সাকের আহম্মদ ০১টি স্বর্ণ পদক ও কাজী সাজিদুল হোসাইন ০১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
কমিশনার সাহেব উক্ত চার জন কৃতি শ্যুটারকে মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.