চট্টগ্রাম মাঝিরঘাটে ৩ লবণ কারখানায় আগুন, ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি
জে,জাহেদ চট্টগ্রাম:
নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাটে তিনটি লবণ কারখানায় অগ্নিকাÐে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (০২ মার্চ) সকাল ১০টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের স‚ত্রপাত হয়।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন থেকে তিনটি ও আগ্রাবাদ থেকে তিনটি অগ্নিনিবার্পণ গাড়ি পাঠানো হয়। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টা নাগাদ ড্যাম্পিং (ছাইচাপা আগুন নেভানো) সম্পন্ন হয়।
তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে সেমিপাকা ও কাঁচা ঘরে তৈরি কারখানা পুড়ে গেছে। এ ছাড়া কিছু অশোধিত লবণ পানিতে গলে গেছে। সব মিলে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.