রেজাউল করিম,পেকুয়াঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের ৯ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল হাসান জোশাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরান হাসান শাহীন। অন্য দিকে যৌথভাবে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমির হামযা।
গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে স্থান পেয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সায়েদ কবির, সাংগঠনিক সম্পাদক পদে আরফাতুল ইসলাম,অর্থ সম্পাদক পদে আব্দুল মোমেন, যৌথভাবে দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আমির হামযা ও মাকসুদুর রহমান এবং প্রচার সম্পাদক পদে মুজিবুল হক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মদ আমির হামযা বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম এবং যারা আমাকে এই কমিটিতে স্থান করে দিয়েছে। এই ছাত্র ফোরামকে আরো দৃঢ় ও শক্তিশালী করে গড়ে তুলতে সকালে ঐকবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের নবনির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক বলেন, চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য নতুন নেতৃত্বের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এই কমিটিতে আমাদের স্থান দিয়ে যারা সম্মানিত করেছেন তাদের সকালের কাছে আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এই কমিটির হাত ধরেই সামনেের দিকে অগ্রসর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.