চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘যৌন হয়রানি’: চিকিৎসকের অপসারণ চেয়ে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘যৌন হয়রানি’ করার দায়ে অভিযুক্ত চিকিৎসক মোস্তফা কামালের অপসারণ চেয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্লেকার্ডে ‘যৌন হয়রানি’ অভিযুক্ত মোস্তফা কামালের শাস্তি চেয়ে অপসারণ চান। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বক্তব্যও রাখেন।
তারা বলেন, ‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত একটি প্রতিষ্ঠানে ছাত্রীরা নিরাপদ না। যৌন নির্যাতক মোস্তফা কামালের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই কুলাঙ্গারকে অপসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটাই আমাদের একমাত্র দাবি।’

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ, হিসবা বিজ্ঞান বিভাগের ফয়সাল আহমেদ, ইতিহাস বিভাগের মারুফ , দীন ইসলাম ও গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ প্রমুখ।

শুক্রবার(১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পেটের ব্যথা নিয়ে বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে যায় এক ছাত্রী। এসময় কর্তব্যরত চিকিৎসক মোস্তফা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ছাত্রীটি।

পরে শনিবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে চিকিৎসক মোস্তফা কামালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এরেই পরিপ্রেক্ষিতে রোববার সকালে সাতজনের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান করা হয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তারকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.