চট্টগ্রাম টেস্ট : যা বললেন মুশফিক
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চট্টগ্রাম টেস্টে পরাজয়ের জন্য প্রথম ইনিংসে আরো বড় সংগ্রহ না হওয়াকে দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহীম। বুধবার বাংলাদেশ ৭ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এর ফলে সিরিজটি ১-১-এ শেষ হয়। সিরিজে আরেকটি টেস্ট ম্যাচ থাকলে হয়তো ফলাফল হতো।
ম্যাচ শেষে মুশফিক বলেন, কৃতিত্ব অস্ট্রেলিয়ার। ব্যাট করার জন্য উইকেট ছিল খুবই ভালো। আমরা প্রথম ইনিংস মিস করেছি। সেটারই মূল্য দিতে হয়েছে। প্রথম ইনিংসে আমাদের অন্তত ৩৫০ রান করা উচিত ছিল। জিতি বা হারি, আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা তাদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিল। আশা করছি আমরা শিখব।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩০৫।
জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করতে সক্ষম হয় ৩৭৭ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
কিন্তু এ লক্ষ্যে পৌঁছতেও অস্ট্রেলিয়ার বেশ বেগ পেতে হয়। মাত্র ৪৮ রানে তারা হারায় ৩টি উইকেট।
প্রথম ইনিংসে বিপজ্জনক হয়ে উঠা ডেভিড ওয়ার্নারকে (৮) ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান এবং স্মিথের (১৬) উইকেটটি তাইজুল ইসলামের। সাকিব আল হাসান প্যাভেলিয়নে ফিরিয়েছেন ম্যাট রেনশকে (২২)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.