চট্টগ্রাম চান্দগাঁও-এ বসতঘরে আগুন, নিহত ১

জে,জাহেদ চট্টগ্রাম:

চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় বসত ঘরে আগুন লেগে শামসুন্নাহার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যাকে ঘরে শিকলে বেঁধে রাখা হয়েছিল।

আজ বুধবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

আগুনে চারটি কাঁচা ঘর পুড়ে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশনের কমর্র্কতা সরোয়ার জাহান বলেন, দুপুর সোয়া একটায় আগুনের স‚ত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার স্টেশনের ৩টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “ঘরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় থাকা শামসুন্নাহার আগুনে দগ্ধ হয়ে মারা যান।”

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.