চট্টগ্রামে ৭ই মার্চ উদযাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দক্ষিণ জেলা ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পণ
জে,জাহেদ বিশেষ প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আজ বুধবার সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।
একই সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে আন্দরকিল্লা নিজস্ব দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের সভাপতি এসএম বোরহান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
পরে দক্ষিণ জেলা ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ জেলা ছাত্রলীগ।
পুষ্পমাল্য শেষে সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ বাঙ্গালী।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.