চট্টগ্রাম ব্যুরো:
নগরীর বন্দর এলাকা থেকে পুলিশ ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার মো. খুরশীদ (৩০), বান্দরবানের লামা উপজেলার মো. ইলিয়াছ (২৮) ও নগরের আকবর শাহ এলাকার আবু বক্কর সোহাগ (২৫)।
বন্দর এলাকার মনছুর মার্কেটের সামনে থেকে শনিবার (২ ফেব্রুয়ারি) একটি ট্রাকে তলাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লেিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) আরেফিন জুয়েল বলেন, ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.