চট্টগ্রামে ১৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন এলাকা থেকে ছয় হাজার ৩শ পিস ইয়াবাসহ ঈমান হোসেন (৪৫) ও ওমর ফারুক (২৪) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা।
আটক ঈমান হোসেন কক্সবাজার সদর এলাকার সমিতিপাড়া গ্রামের মৃত উল্লাহ মিয়ার ছেলে এবং ওমর ফারুক লোহাগাড়া চুনতি এলাকার জালাল মাঝির ছেলে।
রবিবার দুপুর দেড়টার দিকে সদরঘাট শাহজাহান হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহম্মেদ।
তিনি জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.