চট্টগ্রামে ১০হাজার পিস ইয়াবা ০২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ সহ উদ্ধার গ্রেফতার ১
জে,জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর সদরঘাট মালি কলোনীতে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজসহ ১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আরজু আকাশ (২৬), পিতা-আবুল হাশেম মাষ্টার -বোয়ালখালী উপজেলা।
২৭শে মার্চ রাত সাড়ে ১১টায় মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ কামরুজ্জামান, পিপিএম ও পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন বরিশাল কলোনী প্রকাশ মালি কলোনী হতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ও বরিশাল কলোনী কেন্দ্রীক মাদক ব্যবসার সাথে জড়িত।
এমনকি খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসায় মজুদ রাখে।
অপরদিকে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে হেফাজতে রাখে বলেও স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন ৪টি মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.