চট্টগ্রামে পাসের হার ৯০.৭৫

চট্রগ্রাম প্রতিনিধিঃ  অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যেই জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এবছর চট্টগ্রাম বোর্ডে ২১১টি কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮১ হাজার ৮২৫ জন ও ছাত্রী ৯৯ হাজার ৮২৭ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.