জে.জাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১২০ গ্রাম স্বর্ণ আটক হয়েছেন এক প্রবাসী। আটক ব্যক্তির নাম হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার ম‚ল্য ১ কোটি টাকা। বিমানবন্দরে দায়িত্বরত সহকারী কাস্টম কমিশনার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে খায়রুল এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ উড়োজাহাজে শারজা থেকে চট্টগ্রামে আসেন। কিন্তু তার দু’টি ব্যাগ রেখেই বিমানবন্দরের কাস্টমস হল ছেড়ে যান তিনি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ নিতে আসেন। সেগুলো স্ক্যানিংয়ের সময় একটিতে নেবুলাইজার ও ভেজিটেবল কাটার মেশিন পাওয়া যায়।
কাটার মেশিনের মোটরের ভেতরে ১ কেজি ৭৭৫ গ্রাম বর্গাকৃতির স্বর্ণের পাত এবং আরেকটি ব্যাগে আনা খেলনার ভেতরে ৩৪৫ গ্রাম ‘ই’ আকৃতির স্বর্ণের পাত পাওয়া যায়। এর পর খায়রুল বাশারকে আটক করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.