নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীতে এক তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আটককৃতদের মধ্যে ৭ জনকে রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালত।
মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে ৬ দিন এবং অপর ৬ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যন্ডবি মোড়ে আসেন ওই তরুণী। সেখান থেকে তার চকবাজারের বাসায় যাওয়ার কথা ছিল।
কিন্তু সিঅ্যান্ডবি মোড় থেকে তুলে নিয়ে দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়। পরে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।
এদিকে এ মামলায় গ্রেফতার নারী আসামি মনোয়ারা ওরফে লেবুর মা এ ঘটনার দায় স্বীকার করে শনিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.