চট্টগ্রামে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার, পিকআপ জব্দ

আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের পাহাড়তলী রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) রাতে অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো- ১) কুমিল্লা নাঙ্গলকোট আবুল কাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১) একই এলাকার মৃত আব্দুল হাকিম প্রকাশ লেদু মাঝির ছেলে ২) মোঃ আবুল কালাম প্রকাশ সোহেল (৩২) বর্তমানে- পাহাড়তলী (হাজী ক্যাম্প, রূপভান কলোনী, ইদ্রিস মিয়ার ভাড়াঘরে থাকেন।
৩/মৃত অলি মিয়া প্রকাশ লেদু মিস্ত্রীর ছেলে মোঃ বাবুল মিয়া (৪২)৪/নগরীর আকবরশাহ থানা এলাকার ভাড়াটিয়া
শওকত আলির ছেলে মোঃ রিপন (৩১), ৫/ইপিজেড থানার ফ্রি-পোর্ট এলাকার-মৃত সফিকুল ইসলাম ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০)।
এসময় তাদের কাছ নিকট থেকে তল্লাশি করে ২টি ছোরা, ১টি বোল্ড কাটার, ১টি শাবল, ১টি প্লাস, ১টি নোস প্লাস, ১টি লোহার হাতল উদ্ধার এবং ১টি মিনি পিকআপ জব্দ করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পিকআপযোগে যাইয়া গরু চুরি ও ডাকাতি করে থাকেন। গত এক মাসে ডাকাত দলের সদস্যরা জোরারগঞ্জ থানা এলাকা, ফকিরহাটসহ আরো বিভিন্ন এলাকা হইতে একাধিক গরু চুরি ও ডাকাতি করেছেন। তাহাদের একেক জনের নামে বিভিন্ন থানা এলাকায় একাধিক ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক মামলা রয়েছেন। গ্রেফতারকৃত ডাকাতরা মেট্টো এলাকায় ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়া সজ্জিত হইয়া পিকআপ যোগে যাওয়ার সময় পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামীদের পিসিপিআরঃ
আসামী জাহাঙ্গীর আলম (৩১) এর বিরুদ্ধে সিডিএমএস পর্য়ালোচনা করেঃ-১। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ৮(৩)১৮; ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ২। লক্ষীপুর এর চন্দ্রগঞ্জ থানার মামলা নং ৯(১১)১৬; ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ।
৩। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ১৫(১০)১১, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ৪। কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার মামলা নং ০১(০৯)১০; ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ। ৫। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ১০(০২)০৯; ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ।৬। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ২৭(০৫)০৮; ধারা- ৩৮০/৪৫৭/৪১১ দঃ বিঃ।
৭। সিএমপি এর পাহাড়তলী থানার মামলা নং ২৮(০৯)১৯; ধারা- ১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৮। সিএমপি এর পাহাড়তলী থানার মামলা নং ২৭(০৯)১৯; ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ। আসামী মোঃ আবুল কালাম প্রকাশ সোহেল (৩২) এর বিরুদ্ধে সিডিএমএস পর্য়ালোচনা করেঃ-
১। কুমিল্লা এর লাকসাম থানার মামলা নং ১৪(১০)২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;২। কুমিল্লা এর লাকসাম থানার মামলা নং ১৩(১০)২০; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৩। চট্টগ্রাম এর মীরসরাই থানার মামলা নং ০৪(০৫)১৭; ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০;
আসামী মোঃ বাবুল মিয়া (৪২) এর বিরুদ্ধে সিডিএমএস পর্য়ালোচনা করেঃ-১। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ০৬(০১)১৯; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
২। কুমিল্লা এর লাঙ্গলকোট থানার মামলা নং ০৪(০৩)১৮; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৩। ফেনী এর ফেনী সদর থানার মামলা নং ৪৩(১২)২০; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.