ডেস্ক নিউজ:
চট্টগ্রামে করোনা পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ২৩ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
সদ্যপ্রয়াত ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। বয়স প্রায় ৬৭ বছর।
রোববার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে বিএমএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী জানিয়েছেন।
ফয়সল ইকবাল সারাবাংলাকে বলেন, ‘প্রায় দুই মাস আগে তিনি করোনায় আক্রান্ত হন। মাসখানেক পর নেগেটিভ হন। কিন্তু শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের সংক্রমণ বেশি ছিল।’
ফরিদুল আলমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.