চট্টগ্রামে অস্ত্রসহ ০৪ ছিনতাইকারী গ্রেফতার
জে,জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন মেট্রোপোল কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে নেভাল ক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ছিনতাইকৃত টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ ০৪ ছিনতাইকারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ঃ ০১) মোঃ মাকসুদুর রহমান@টিপু(৩০), পিতা-মোঃ ইছাক মিয়া, মাতা-ছালেহা বেগম, সাং-আব্দুল লতিফহাট, (পেশকারবাড়ী) কালামিয়ার মিয়ার বাজার, ওয়ার্ড নং-১৮, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম ০২) মোঃ ওয়াহিদুল ইসলাম (২৮), পিতা-হাজী ফরুখ আহম্মেদ, মাতা-হাজী নুরনাহার বেগম, সাং-পদুয়া বশির মোহাম্মদ পাড়া/শাহীর মোহাম্মদপাড়া, মমতাজ মেম্বারের বাড়ীর পার্শ্বে, ৩নং ওয়ার্ড, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম ০৩) মোঃ জয়নাল (২৮), পিতা-মৃত তবদল, মাতা-পেয়ারা বেগম, সাং-ঝিনাইয়া, থানা-দেবিদ্বার, জেলা-কুমিলা, বর্তমানে-দক্ষিন বাকলিয়া, ময়দার মিল, বাবুল সওদাগরের ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম ০৪) মোঃ ইকবাল হোসেন(২৪), পিতা-মোঃ আবুল হাসেম, মাতা-রেহেনা বেগম, সাং-দক্ষিন হাতিয়া ননু বেপারীর বাড়ী, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-দক্ষিন বাকলিয়া, মিয়াখান নগর, ময়দার মিল, খালেক সওদাগর বিল্ডিং নিচতলা, (শেষমাথা) রুমনং-০২, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।
১৪ মার্চ ২০১৮ ইং তারিখ দুপুর ০২.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ শহীদুলাহ, পিপিএম মহোদয়ের সার্বিক তত্তা¡বধান ও অতিঃ উপ-পুলিশ কমিশনার(উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে এসআই/মোঃ কামাল হোসেন, এসআই/ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ন‚র আহম্মদ সড়ক দিয়ে ওয়াসা মোড় এলাকায় ছিনতাই প্রতিরোধে টহল করাকালীন মেট্রোপোল কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে নেভাল ক্রসিং এলাকায় পৌছলে একজন ব্যক্তিকে ছিনতাইকারী বলে শোর চিৎকার এবং তৎসম্মুখে ০১টি সিএনজিতে ০৩ জন ব্যক্তিকে অস্ত্র সহ দ্রæত গতিতে যাইতে দেখে ডিবি পুলিশ দল সিএনজিটিকে ধাওয়া করে।
এক পর্যায়ে সিআরবি রেলওয়ে হাসপাতাল এর সামনের রাস্তার উপর দ্রæতগামী সিএনজিটিকে ডিবি পুলিশ দল মাইক্রোবাস দ্বারা কৌশলে আটকাতে সক্ষম হয়। এ সময় সিএনজি থেকে পালিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে সিএনজি ড্রাইভারসহ ছিনতাইকারীদেরকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে অস্ত্র সহ ছিনতাইকৃত ২,০০,০০০/-টাকা উদ্ধার করা হয়।
উলেখ্য যে, আটকের প‚র্বে ছিনতাইকৃত ১,৭০,০০০/- এবং গত ১৩/০৩/২০১৮ ইং তারিখে একই স্থানে ছিনতাইকৃত ৩০,০০০/- টাকা উদ্ধার হয়।
অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে ক) ০১(এক)টি বন্দুক, খ) ০৪(চার) রাউন্ড কার্তুজ, গ) ০২(দুই)টি চাপাতি, ঘ) ০১(এক)টি ফোল্ডিং চাকু, ঙ) ছিনতাইকৃত নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা, চ) ০১(এক)টি ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টমেট্টো-থ-১১-২৩৮৫) সহ ০৪ ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিক্সা যোগে ছিনতাই করে। শহরের ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০৩টি পৃথক মামলা রুজু হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.