চকরিয়া পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ পালিত।
মোঃনাজমুল সাঈদ সোহেল (চকরিয়া)
একটি গাছ একটি প্রাণ
গাছ লাগান পরিবেশ বাঁচান
সবুজে পরিপূর্ণ হয়ে ওঠুক আমাদের স্বপ্নের পৃথিবী।
গাছ লাগাও,পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও এই শ্লোগানকে কেন্দ্র করে সারাদেশ ব্যাপি চলছে বৃক্ষরোপন কর্মসূচী ২০১৭।
এপ্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৪/৭/১৭চকরিয়া পৌরসভা আঙ্গিনায় চকরিয়া পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ পালন করেন।চকরিয়া পৌরসভার উদ্দ্যোগে বৃক্ষ রোপন করেন চকরিয়া পৌরসভার মান্যবর মেয়র আলমগীর চৌধুরী।চকরিয়া পৌরসভায় বিভিন্ন প্রজাতি গাছ রোপন করেন। এই সময় উপস্হিত ছিলেন চকরিয়া পৌরসভার সচিব মাস উদ মোরশেদ এবং প্যানেল মেয়র বশিরুল আইয়ুব সহ সকল ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলর উপস্হিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.