চকরিয়া পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত

এম.মনছুর আলম, চকরিয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী চকরিয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে সকালে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে রবিবার (২৮সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার হলরুম মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রী জন্মদিন পালন করেন চকরিয়া পৌর পরিষদ।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো.আলমগীর চৌধুরীর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াজ উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন.
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, পৌরসভার
প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উদ্দিন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আন্জুমান আরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা পারভেজ, পৌরসভার মেয়র একান্ত সহকারী শেফায়েত হোসেন ওয়ারেসীসহ অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.