এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক (এলজি) ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদ খান (২৮) নামের এক যুবক সুকৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধ্যম নুনাছড়ি এলাকার রাশেদের বাড়ি থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।
চকরিয়া থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার হারবাং ইউনিয়নের মধ্যম নুনাছড়ি এলাকায় রাশেদের বাড়িতে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি টিম। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশ রাশেদের বাড়ির একটি রুমের খাটের বক্স থেকে ১২টি তাজা কার্তুজ ও মাটির কুড়ে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদ নামের ওই যুবক
পালিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে ওই এলাকার জাফর আলমের ছেলে রাশেদ খানকে আসামী করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমাম গণি বলেন, এঘটনায় পলাতক রাশেদ খানকে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রাশেদকে গ্রেপ্তার করতে পুলিশ টিম মাঠে কাজ করছে বলে তিনি জানান।##
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.