চকরিয়া পহরচাঁদায় ২হাজার নারী-পুরুষের মাঝে মশারী বিতরণ

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এনজিও সংস্থা একলাবের উদ্যোগে গরীব পরিবারের নারী-পুরুষের মাঝে উন্নতমানের কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নারী-পুরুষের মাঝে এ মশারী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সিস্টেম চকরিয়া লিমিটেডের পরিচালক তরুন আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, ইউনিয়ন পরিষদের মেম্বার, এনজিও সংস্থা একলাবের ব্যবস্থাপক মাহাবুবর রহমান চৌধুরী, একলাবের কর্মকর্তা জামসেদ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী, উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে গরীব মানুষের জন্য। সেই কারনে জননেত্রী শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে জনগনের কল্যানে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নতশীল দেশের খেতাব অর্জন করেছে।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী করতে হবে। আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.