এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ ধারা লঙ্গন করার অপরাধে নুরুল আবচার (৩২) নামের এক মাদক বিক্রেতাকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে।
সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা আসামী নুরুল আবচার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।
সোমবার (৩১মে) দুপুরে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন তার কার্যালয়ে এ সাজার আদেশ দেন ।
সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে নুরুল আবচার দীর্ঘদিন ধরে ওই গ্রামসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি আসছিল। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখ ফাকি দিয়ে অনৈতিক এ অবৈধ কর্মকান্ড চালালে স্থানীয়রা ক্ষুব্দ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে চকরিয়া থানার ওসির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ উদ্দিন জিয়া’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রাম সিকদার পাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ওই মাদক বিক্রেতাকে সুকৌশলে আটক করেন এস আই জিয়া উদ্দিন। পরে পুলিশ তার দেহ তল্লাশি করে ধারালো একটি চুরি উদ্ধার করে জব্দ করেন। সোমবার দুপুরে আটক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ধৃত মাদক বিক্রেতাকে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের আদালতে হাজির করা হয়।
আদালত জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ ধারা লঙ্গন করায় উক্ত আইনের ৩৬ ধারায় ১(১৬) উপধারা মোতাবেক দোষী সাব্যস্থ হওয়ায় মাদক বিক্রেতা নুরুল আবচারকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.