এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৫ জুন) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
তারা হলেন- মো. হোছাইন (৩৫), আব্দুস শুক্কুর (৫৫), হালিমা আক্তার (৪০), আবদুস সালাম (৩৫), টিটু দাশ (২৮), নুরুল কাদের (৩৫), মো. আরমান (২২)। আহত অপর তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. হাসিব বলেন, বিকালে কক্সবাজার থেকে বান্দরবানগামী যাত্রীবাহী একটি বাস উত্তর হারবাং মাদ্রাসা গেট এলাকায় পৌছলে চট্টগ্রাম থেকে চকরিয়া অভিমুখি একটি যাত্রীবাহি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের চালকসহ ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.