চকরিয়ায় বসতভিটার দখলের চেষ্টা: কলেজ ছাত্রীসহ আহত-২

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

চকরিয়ায় সীমানা বিরোধের জেরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতভিটার জায়গা জবর-দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্রীসহ ২জনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। ঘটনার দিন বিকেলে আহতদের ভাই বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে।

বুধবার (১২) দুপুর ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ওই এলাকার মৃত খলিলুর রহমানের কলেজ পডুূয়া ছাত্রী রাফিয়া জান্নাত (২০) ও তার বড় ভাই লোকমান হাকিম (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে লোকমান হাকিম ও তার পরিবারের সাথে একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সিরাজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটা জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরের দিকে লোকমান হাকিম তাদের পৈত্রিক বসতভিটার সীমানার ঘেরা-বেড়া মেরামত করতে গেলে প্রতিপক্ষ সিরাজুল হক ও তার ছেলে শাকিল, তার মা শাহ ফিরোজ বেগম, ফিরোজ আহমদের ছেলে আতিকুর রহমান, তার ভাই অনিক বাঁধা দেয়।

এসময় লোকমান হাকিমের সাথে তর্কে জড়িয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ সিরাজুল হক ও তার পরিবারের সদস্যরা দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে জায়গা দখলের চেষ্টা চালালে এতে লোকমান হাকিম বাঁধা দিতে গেলে ওই সময় তাকে বেদড়ক মারধর করে আহত করা হয়।

তার শোরচিৎকারে ছোট বোন কলেজ পডুয়া ছাত্রী রাফিয়া জান্নাত উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও বেদড়ক মারধর করে টেনে-হেছড়া করত: শ্লীলতাহানি করে। এতে কলেজ ছাত্রী বোনকে সন্ত্রাসী হামলার কবল থেকে উদ্ধার করতে বড় বোন এগিয়ে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন বলপূর্বক ছিনিয়ে নেয়। তাদের আত্মচিৎকারে

স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করেন। পরে আহতদের ছোট ভাই রেজাউল করিম বাদী ঘটনার দিন বিকেলে চকরিয়া থানায় ৫ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।

মামলার বাদী রেজাউল করিম বলেন, তার ভোগদখলীয় পৈত্রিক জায়গাটি দীর্ঘ বহুবছর পূর্ব থেকে ভোগদখল করে আসছেন। আমার দখলীয় জায়গায় বুধবার বিকালে সাীমার ঘেরা-বেড়া মরামত করতে গেলে সিরাজুল হক ও ছেলেসহ পরিবার সদস্যরা বাধা প্রদান করে। এসময় তারা তর্কে জড়িয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় আমার বড় ভাই, কলেজ পড়ুয়া ছোট বোনকে শ্লীলতাহানিসহ দুইজনকে মারধর করে জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার পূর্বক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বিকেলে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার দেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য এস আই সায়েমকে দায়িত্ব দেয়া হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.