চকরিয়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফের নগদ টাকা বিতরণ

এম.মনছুর আলম, চকরিয়া :
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চকরিয়া উপজেলা প্রশাসন কৃর্তক পবিত্র ঈদুল-উল ফিতর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে দুস্থ, অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফ কার্ডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭মে) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে নগদ এ অর্থ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফ কার্ডের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
বিতরণের সময় ট্যাগ অফিসার বিআরডিবি প্রতিনিধি দিদারুল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউপি সচিব ফয়সাল উদ্দিন আহমদ, ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যসহ সকল সদস্যবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নগদ ৪৫০ টাকা করে পেয়েছেন ৫শত নারী পুরুষ। তৎমধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৪১জন সুবিধাভোগীদের প্রতি কার্ডের চাল এর বিপরীতে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে মানবিক সহায়তা কর্মসূচীর আলোকে পবিত্র ঈদুল-উল ফিতর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সর্বমোট ১০৪১ জন উপকারভোগীর মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.