এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে তানিহা মণি নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত তানিহা ওই গ্রামের মো. বেলাল উদ্দিন ড্রাইভারের মেয়ে।
মারা যাওয়া শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন ডেমুশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন সাগর। তিনি বলেন, সকাল ১১টার দিকে শিশু তানিহার মা ঘরে রান্নার কাজ করেছিল।
পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে পাশ্ববর্তী পুকুরে কোন একসময় পড়ে যায় শিশু তানিহা। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা য়ায়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশু তানিহাকে মৃত ঘোষনা করেন।
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.