চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চলাচল রাস্তার পাশ্বোক্ত ঝিরির পানিতে খেলা করতে গিয়ে মোহাম্মদ আরফাত (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।নিহতের বড় বোন কাউছার কোন মতে পানি থেকে সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও ছোট ভাই আরফাত ঘটনাস্থলে পানিতে ডুবে প্রাণ হারায়।বুধবার(১১এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ ৭নম্বর ওয়ার্ডের গরুর লুটা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত শিশু আরফাত ওই ইউনিয়নের গরুর লুটা এলাকার টমটম চালক মো: মুসলিম উদ্দিনের পুত্র।স্থানীয় ইউপি সদস্য মো: ওয়াশিম আকরাম শিশুর মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানাগেছে,বুধবার বিকাল তিনটার দিকে খেলার ছলে ছোট দু’ভাই-বোন একসাথে খেলতে যায় চলাচল রাস্তার পাশে ঝিরির পানিতে।খেলতে গিয়ে ওই পানিতে ডুবে যায় শিশু আরফাত।তার বড় বোন পানি থেকে সাঁতরিয়ে উঠে জোরে জোরে শোর চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশু আরফাতকে বর্ণিত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.