চকরিয়ায় নারী ও শিশু সুরক্ষায় এসএআরপিড়ি র সভা।

 

মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নারী ও শিশু সুরক্ষায় স্টকহোল্ডার সভা অনুষ্ঠিত। ডিজএ্যাবিলিটিস ইন বাংলাদেশ ডিআই প্রকল্পের উদ্যোগে সেন্টার ফরনডিজএ্যাবিলিটি ইনরডেভেণপমেন্ট ( সিডিডিও সিবিএস) এর সহযোগিতায় এসএআরপিভির সেমিনার কক্ষে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে ষ্টেকহোল্ডারদের সাথে প্রমোশন অফ হিউম্যান রটইটস অফ পারসনস উইট বিষয়ে মতবিনিময় সভা ২৮ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় এসএআরপিভির প্রধান নির্বাহী মোঃ শহিদুল হক বাদলের সভাপতিত্বে ও আঞ্চলিক সমন্বয়কারী কাজী মাকসুদুল আলম মুহিত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, বিশিষ্ট আইনজীবি এডভোকেট লুৎফুল কবির, চকরিয়ানমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তসলিম উদ্দিন, নারী নেত্রী শাহানা বেগম, সংস্থার সংগঠক জয়নাল আবদীন সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.