চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের অয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুম মোহনা মিলনায়তনে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষক, ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া।
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক সালাহ উদ্দিন আহমেদ।
দিন ব্যাপী প্রশিক্ষণকালে তথ্য অধিকার আইন, তথ্য সংরক্ষন, তথ্য লাভের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
#নিজাম# ৮.৩৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.