চকরিয়ায় গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ
চকরিয়ায় গাছের নিচে চাপা পড়ে মনিরুল করিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী নলবুনিয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র ও গর্জনতলী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

স্থানীয় ওপরিবার সূত্রে জানাগেছে, নিহত শিশুর বাড়ির পাশ্বোক্ত রশিদ আহমদ নামে এক ব্যক্তি তার বসতভিটার গাছ কর্তন করছিল। এসময় গাছ কর্তনের লোকজনের লোক চক্ষুর অজান্তে শিশু মনিরুল করিম গাছের নিচ দিয়ে দৌড় দেয়। ওই সময় হঠাৎ গাছটি তার মাথার উপর এসে চাপা পড়ে । গাছ কাটা লোকজন দেখতে পেয়ে সাথে সাথে স্থানীয়রা এগিয়ে এসে শিশু মনিরুলকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

খুটাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বর অলি আহমদ নিহত শিশু মনিরুল করিমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.