এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নুরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মো. হাসান (২৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়।
সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার সীমান্তবর্তী চুনতির জাইল্যার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত নুরুল ইসলাম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি পেশায় একজন ফাইপ (টিউবওয়েল) মেস্ত্রী ছিলেন। এছাড়া গুরুতর আহত মো. হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, টিউবওয়েল মেস্ত্রী নুরুল ইসলাম ও তার সহযোগী মো. হাসান সোমবার বিকালে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের লোহাগাড়া থেকে চকরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে মহাসড়কের চকরিয়ার সীমান্তবর্তী চুনতির জাইল্যার ঢালা এলাকায় কক্সবাজার অভিমুখি একটি কাভার্ডভ্যান পেছন দিকে থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম। এ সময় গুরুতর আহত হয় অপর মোটরসাইকেল আরোহী মো. হাসান।
১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.