চকরিয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডি নির্বাহী প্রকৌশলী-উপজেলা চেয়ারম্যান

এম.জিয়াবুল হক,চকরিয়া :

স্থানীয় সরকার বিভাগ এলজিইডির অর্থায়নে চলতি অর্থবছর চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নবাগত কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো.ইখতেয়ার আলী। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে সঙ্গে নিয়ে নির্বাহী প্রকৌশলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান বেশির ভাগ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এদিন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাথে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা এলজিইডির প্রকৌশলী রনী সাহা, প্রথম শ্রেণীর ঠিকাদার আলহাজ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান। এছাড়াও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এলজিইডির সহকারী প্রকৌশলী, প্রকল্পের ঠিকাদার, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম এলজিইডির কক্সবাজারের নবাগত নির্বাহী প্রকৌশলীকে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি অর্থবছরে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে ধারণা দেন। ওইসময় নির্বাহী প্রকৌশলীকে উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, বর্তমানে এলজিইডির মাধ্যমে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত ২৫ কোটি টাকার শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আশাকরি চলতিবছরের জুনমাসের মধ্যে চলমান প্রকল্পের কাজ সমাপ্ত হবে। এসব প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে যোগাযোগ খাতে চকরিয়া উপজেলা অনেকদুর এগিয়ে যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.