চকরিয়ায় ইয়াবাসহ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মী আটক
এম.মনছুর আলম,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে উপজেলার ফাঁসিয়াখালী ঢালায় বনকর্মীদের রেস্ট এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস থেকে তল্লাসী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল খালেক(৪৭)নামের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মিকে আটক করেছে পুলিশ।ধৃত ইন্স্যুরেন্স কর্মী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার মৃত আবদুর রহমানের পুত্র।শনিবার সন্ধ্যা সাতটার দিকে হাইওয়ে পুলিশের একটি টীম তাকে এসব ইয়াবাসহ আটক করে। মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই সেলিম উদ্দিনের নেতৃত্বে আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পুলিশ পরিদর্শক)মোঃ আলমগীর হোসেন এ প্রতিবেদককে বলেন,শনিবার সন্ধ্যার দিকে হাইওয়ে পুলিশের এস আই সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি টীম সড়কে নিয়মিত টহলের অংশ বিশেষ চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করেছিল ফাঁসিয়াখালী ঢালায় বনবিভাগের কর্মীদের রেস্ট এলাকায়।এসময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চকরিয়া অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসের যাত্রী সেজে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সংবাদ পেয়ে উল্লেখিত স্থানে গাড়ী তল্লাসী করা হয়।তল্লাসীকালে মাইক্রোবাস থেকে সন্দেহজনক ভাবে আব্দুল খালেক নামের ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মিকে আটক করে পুলিশ।পরে তার দেহ তল্লাসী ও হাতে থাকা কাগজের শপিং ব্যাগের ভেতর থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার …করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.