চকরিয়ায় অবৈধ দখলদারদের কবল থেকে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার : আটক ১

এম.মনছুর আলম, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় উপজেলার হারবাংয়ে রাস্তার দুই পাশ অবৈধ ভাবে দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করার দায়ে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টির ফলে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ভ্রাম্যমান আদালত সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা নতুন ও পুরাতন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও নানা অপরাধের দায়ে ১ জনকে আটক করা হয়। এছাড়াও উচ্ছেদ অভিযানে অন্তত ৩ কোটি টাকা মূল্যের সড়কের জায়গা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং স্টেশন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন ব্যস্ততম সড়ক হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
এই মহাসড়ক দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করছে হাজারো দূরপাল্লার নানা ধরনের যানবাহন। ব্যস্ততম এই সড়কে যানজটের কারণে ঘটছে বিভিন্ন সড়ক দুর্ঘটনাও। সড়কের দু’পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তুলেছে ছোট-বড় নানা ধরনের স্থাপনা। একশ্রেণীর দখলবাজ চক্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার ওপরে ভাসমান দোকানসহ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছে। এতে ওই অবৈধ স্থাপনার দায়ে নিত্য যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কে নির্বিগ্নে যাতায়তে যানজট ও প্রতিবন্ধকতা রোধে উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয় অভিযানের উদ্যোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ
বলেন, বিশ্বের অন্যতম পর্যটন স্পটের একটি কক্সবাজার। এ পর্যটন নগরীতে যাওয়ার প্রবেশদ্বার চকরিয়া উপজেলা। কক্সবাজারে যেতে চকরিয়া অংশের মহাসড়ক দিয়ে যেতে হয়। প্রতিনিয়ত এ সড়ক দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন পর্যটকসহ দেশের ভিআইপি ব্যক্তিরা গাড়ি নিয়ে কক্সবাজারে যাওযা-আসা করে থাকেন। এরই প্রেক্ষিতে সড়কটি যানজটমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভার আলোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার হারবাং ষ্টেশন এলাকা থেকে প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে প্রায় তিন কোটি টাকার মতো সরকারি জায়গা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আদালতের অভিযান বিভিন্ন অপরাধের দায়ে ১ব্যক্তিকে আটক করা হয়। মহাসড়কে জায়গা দখল করে রাখা অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা প্রশাসন ইতোপূর্বে বহুবার জরিমানা ও উচ্ছেদ করেছে। সড়ককে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে কোনোভাবেই অবৈধ স্থাপনা ও দোকান বসানো যাবে না। সড়কের ওপরে অবৈধ পার্কিং, যানযট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্ন চকরিয়া গড়তে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন চকরিয়া থানার পুলিশ টিম, আনসার, চৌকিদার ও উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) এরশাদুল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.