এম.মনছুর আলম, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতির সাবেক তিন বারের সভাপতি ও সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম (হাসেম মেম্বার) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকাল তার বয়স হয়েছিল (৬৭)বছর। বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভোগছিলেন।
তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচ পাড়া এলাকার মরহুম আবদুল খালেকের পুত্র।
মৃত্যুকালে তাঁর ৭ ছেলে ও ১কন্যা সন্তান ছিল।
আজ শনিবার আছরের নামাজের পর নামার চিরিংগা পুরাতন জামে মসজিদের মাঠে সমাজ সেবক আবুল হাসেমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আবুল হাসেম মৃত্যুর পূর্বে মুহুর্তে পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৭
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.