এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ফুটবল খেলার মাঠে বিদ্যুৎ তারে জড়িয়ে মোহাম্মদ রাসেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাসেল ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ পাহাড়িয়া পাড়া এলাকার নুরুল হোসাইনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পাহাড়িয়া পাড়া এলাকার নুরুল হোসাইনের ছেলে রাসেল বাড়ি থেকে বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে যায়। সন্ধ্যার দিকে মাঠ থেকে ফুটবল খেলা শেষ করে যাওয়ার পথে বিদ্যালয়ের মাঠে নবনির্মিত ড্রেনের পাশে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় রাসেল। অচেতনবস্থায় ড্রেনের পাশে রাসেলকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয়দের দেয়া তথ্যমতে নিহত রাসেল মানসিক ভাবে ভারসাম্যহীন বলে সূত্রে জানায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এনিয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.