এম.মনছুর আলম,চকরিয়া:
কোভিড-১৯ করোনা সংক্রমণের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশ। করোনা রোধকল্পে
সরকার ১জুলাই থেকে সারাদেশে চৌদ্দ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ আরোপ করে কঠোর নির্দেশনা দিয়ে লগডাউন ঘোষনা করেন। সারা দেশের ন্যায় চকরিয়া উপজেলা জুড়েও বাস্তবায়ন হচ্ছে লগডাউন। এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ, গরিব, পত্রিকার হকার ও দরিদ্র শ্রমজীবি মানুষের কাজ কর্ম বন্ধ থাকায় তারা চরম সংকটে পড়েছে। এ দুর্যোগ সময়ে সরকারের নির্দেশনায় জীবিকা হারানো মানুষের পাশে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে মানবিক এ খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন,
করোনা সংক্রমণের প্রভাব ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকার গত ১জুলাই থেকে ১১টি বিধিনিষেধ পালনে কঠোর নির্দেশনা দিয়ে লগডাউন ঘোষনা করেন। এ লকডাউন কার্যকরে ও বাস্তবায়নে জন্য মাঠ পর্যায়ে জনসাধারণ ও যানবাহন চলাচলসহ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ আরোপ করেন। এই সময়ে দেশের খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ ও নিম্ন আয়ের দরিদ্র শ্রমজীবি মানুষের কাজ কর্ম বন্ধের কথা চিন্তা করে মানবিক ভাবে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিক ভাবে আজ ৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। কোন অবস্থাতে বাইরে ঘুরাফেরা করা যাবেনা। যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিজে বাঁচুন, পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। ##
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.