চকরিয়ায় ব্যবসায়ী হত্যাকান্ডে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নিন্দা

 

বার্তা পরিবেশক
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বিকাশের টাকা লুটে নিতে সংঘবদ্ধ ডাকাতদল ক্রেতা সেজে দোকানে হামলা চালিয়েছে। ওই সময় বিকাশের টাকা লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাঁধা দিতে গেলে ব্যবসায়ী লতিফ উল্লাহ (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদলের সদস্যরা।

গত সোমবার রাত ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সড়কে পাশে আজিজুল হক মুন্সীর বাসার সামনের মার্কেটে ঘটেছে এ হত্যাকান্ডের ঘটনা।

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ—সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, সহ—সভাপতি—১ আমিনুল ইসলাম হাসান, সহ—সভাপতি—২ মো. নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, সিনিয়র সহ—সাধারণ সম্পাদক মোতাহের হোছাইন, সহ—সাধারণ সম্পাদক খালেদ উমর রানা, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক আবু আহমদ, প্রচার সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর আলম, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান, সদস্য যথাক্রমে মো. কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, শাহ খোরশেদ আলম ও মো. নাছির।

নেতৃবৃন্দ ব্যবসায়ী লতিফ উল্লাহ’র হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.