চকরিয়ায় দুটি চেক প্রতারণা মামলার পালাতক আসামী গ্রেপ্তার

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় নুরুল ইসলাম (৩৩) নামের দুটি চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে থানা সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী নুরুল ইসলাম চকরিয়া পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার ফজল করিমের ছেলে। চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, আদালতের দুটি চেকের মামলায় পরোয়ানাভুক্ত এক পালাতক আসামী থানা সেন্টার এলাকায় অবস্থান করার গোপন সংবাদ পায় থানা পুলিশ। থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চেক প্রতারণা মামলা সি.আর-৯৮৭/১২ ও সি.আর-৯৮৮/১২ এর পালাতক আসামী নুরুল ইসলামকেকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দুটি চেক প্রতারণা মামলায় আদালতে পরোয়ানা জারি ছিল। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে ততোদিন পর্যন্ত প্রবাসে ছিল। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে দুটি চেক প্রতারণা মামলার আদালতের পরোয়ানাভুক্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.