ঘুষ বানিজ্যে এবার ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সড়ক বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও লুটপাটের খবর বেরিয়ে আসছে। সাড়ে ১২ লাখ টাকা ঘুষ নিয়ে কাজ না দেওয়ায় হাসান আসকারী নামে এক ঠিকাদার আদালতে মামলা ( মামলা নং ১২২/১৬) ঠুকে দিয়েছেন। এর আগে টাকা আদায়ে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামকে উকিল নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে টাকা দিতে বলা হয়।
বাদী তার অভিযোগ উল্লেখ করেছেন, ঝিনাইদহ সড়ক বিভাগে ঠিকাদারী কাজ করার সুবাদে নির্বাহী প্রকৌশলীর সাথে ঘনিষ্টা গড়ে ওঠে। ফলে আর্থিক সুবিধা নিয়ে মাঝে মধ্যে বাদীকে ঠিকাদারী কাজ দিতেন। এক পর্যায়ে ঠিকাদার হাসান আসকারীকে আরো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা দাবী করেন নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।
কাজ পওয়ার আশায় বাদী নির্বাহী প্রকৌশলীকে ২০১৫ সালের ২ নভেম্বর জরৈক নায়েব আলীর একাউন্টে ৫ লাখ টাকা, ২০১৬ সালের ২ মে তারিখে ৫ লাখ টাকা ও ২০১৬ সালের ১৬ মে তারিখে জনৈক নুরুন্নবীর একাউন্টে আড়াই লাখ টাকা প্রদান করেন।
টাকা দেওয়ার পর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কাজ দেওয়ার নাম করে ঠিকাদার হাসানকে ঘুরাতে থাকেন। এক পর্যায়ে ১২ আগষ্ট নির্বাহী প্রকৌশলী সাক্ষিদের সামনে তাকে টাকা দিতে অস্বীকার করেন। উপায়ান্তর না পেয়ে ঠিকাদার ন্যায় বিচার পেতে আদালতের আশ্রয় নেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এড সাদাতুর রহমান হাদী।
উল্লেখ্য, ঝিনাইদহ সওজের বিদায়ী নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ডিপিএম, এলটিএম ও আরটিএম কোটেশনের নামে সরকারের প্রায় দেড় কোটি টাকা তুলে নিয়েছেন। তার সাথে ঝিনাইদহ সওজ বিভাগের এসডি নজরুল ইসলাম, এসও আওলাদ হোসেন, এসও মনিরুল ইসলাম ও এসও আহসানুল কবির জড়িত বলে ঠিকাদারদের একটি সুত্র জানায়।
রফিকুলের জামানায় ঝিনাইদহ সড়ক বিভাগ লুটপাটের আখড়ায় পরিণত হয়। সরকারের রাস্তা উন্নয়নের টাকা ভুয়া পাইলিং, রং, রাস্তার পাশ পরিস্কার, মালামাল সপ্লাই, বালি, ইট ও মাটির কাজ দেখিয়ে হরিলুট করা হয়েছে। এছাড়া এক লাখ, পঞ্চাশ হাজার ও ২৫ হাজারের (বিলো) নিচে প্রায় দুই’শ ভুয়া কোটেশন দেখিয়ে সরকারের রক্ষনাবেক্ষন খাতের টাকা তছরুপ করা হয়েছে।
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মুজিবনগর মহাসড়ক নির্মান প্রকল্পে লাখ লাখ টাকা হরিলুট করা হয়েছে। ফলে ৬ মাসের মাথায় কোট কোটি টাকার রাস্তা নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী মো: সেলিম আজাদ খান জানান, আমি নতুন এসেছি। আগে কি হয়েছে তা আমার জানা নেই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.