মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম মৃত্যুবার্ষিকী রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে।
রবিবার (৩০ মে) বিকেল ৫টা ৩০ মিনিটের সময় দলের আলোচনা ও মিলাদ মাফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। ১৯৮১ সালে ৩০ মে এই দিনে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাকর্মকর্তাদের হাতে হত্যাকান্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণ করতে কর্মসূচি দিয়েছে তারই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল- বিএনপি। দিনটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপি মিলাদ মাফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় সবায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির, পৌর বিএনপির আহবায়ক মো.আনোয়ার হোসেন, মো. তারেক বেপারী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহাম্মেদ, ছাত্রদলের রেজাউল হাসান মিঠু, মুক্তার, নুরুল, আজিজ, জহুরুল।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহুর্তে ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা সারা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। এই ঘোষণায় দেশের তরুণ, যুবকসহ নানা স্তরের মানুষ মরণপণ যুদ্ধে শামিল হয়।
২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.