মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকে:
আমিষ পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে প্রাণিসম্পদের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ জুন) বেলা ১১ টার সময় গোয়ালন্দ প্রপারহাই স্কুল মাঠ চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস পারভীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
প্রদর্শনীতে বিভিন্ন স্তরের ৫০ জন খামারী তাদের সেরা ষাড়,গাভী,হাস,মুরগী,ছাগলসহ বিভিন্ন প্রানী নিয়ে হাজির হন।এদের মধ্যে সেরা ৩ জনসহ সকলকে পুরস্কৃত করা হয়।
সভায় ইউএনও আজিজুল হক খান বলেন, প্রাণি সম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। দূর করতে পারে বেকারত্ত্ব।বাড়ির আনাচে-কানাচে স্বল্প পরিসরে হলেও সকলকে এর দিকে মনোনিবেশ করা উচিত। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.