গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬
ওয়ান নিউজ ড়েক্সঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশালগামী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৬ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার দিনগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম জানান, খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.