গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়ান নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬মিনিটে গোপালগঞ্জে পৌঁছেছেন। রোভার স্কাউটের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি গোপালগঞ্জে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানকে সফল করে তুলতে ইতোমধ্যেই সব ধরণের প্রস্তুতির পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে মানিকদাহ হাউজিংএ একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখান থেকে দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।

জানা যায়, বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় নিজ বাস ভবনে রাত্রি যাপন করবেন। শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা দিবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.