গুগল ডুডলে মঙ্গল শোভাযাত্রা

ওয়ান নিউজ ডেক্সঃ আজ পহেলা বৈশাখ। ১৪২৪ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির প্রাণের বর্ষবরণ। দিনটিকে স্বাগত জানাতে সারা দেশই উৎসবে মেতেছে। বাঙালির এই উৎসবে সামিল হয়েছে গুগলও। নববর্ষকে স্বাগত জানাতে গুগল তার ডুডল পরিবর্তন করেছে। ডুডলে মঙ্গল শোভাযাত্রার একটি এনিমেটেড জিআইএফ ব্যবহার করা হয়েছে।

মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় এবারের বৈশাখী ডুডল আয়োজনটা আরো যেনো বিশ্বজনীন। ডুডলে লোকজ প্রতীকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির মঙ্গলকামনার আনন্দযাত্রা। এবারের ডুডলে দেখা গেছে, জিআইএফে একটি বাঘ, পেঁচা, পাখি, সূর্যের হাসি মুখের মুখোশ ব্যবহার করা।

লোকজ মুখ-মুখোশে বর্ণিল ডুডলটিতে ক্লিক করলে একটি গুগল সার্চ রেজাল্টের পেজ চলে আসে। সেখানে লেখা হয়েছে ‘বাংলাদেশে পহেলা বৈশাখ’। এছাড়া এখানে পহেলা বৈশাখ সংশ্লিষ্ট সংবাদ, নিবন্ধ তো আছেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.