গুগলে সঠিক তথ্য খুঁজবেন যেভাবে
ওয়ান নিউজ ডেক্সঃ তথ্যপ্রযুক্তির এ যুগে যেকোনো তথ্য নিমিষেই খুঁজে দিচ্ছে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিন। ইয়াহু কিংবা মাইক্রোসফটের বিংয়ের চেয়ে গুগলই এখন সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। প্রতিনিয়ত আমরা গুগলে অনেক কিছুই সার্চ করে থাকি। কিন্তু সবসময় আমরা কাঙ্খিত উত্তরটি খুঁজে পাই না। জেনে নেওয়া যাক গুগল সার্চ ইঞ্জিনে কীভাবে খুঁজবেন প্রয়োজনীয় তথ্যটি।
নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে তথ্য খোঁজা: কোনো বিষয়ে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেয়া বিল্ট-ইন সার্চ সুবিধাটি খুব একটা কাজ করে না। সেক্ষেত্রে যেটা খুঁজতে চান গুগলে এভাবে লিখুন site:সাইটের ঠিকানা।
উদাহরণ : আপনি যদি 1news.com.bd ওয়েবসাইটে টেকনোলজি সম্পর্কে সকল তথ্য খুঁজতে চান, তাহলে গুগলে এটা লিখে সার্চ করুন technology site:poriborton.com
সুনির্দিষ্ট কোনো বিষয় খুঁজতে:
সুনির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য খুঁজতে চাইলে তাহলে কোটেশন ব্যবহার করতে পারেন। যেমন, Amazon Echo review লিখে সার্চ দিলে গুগল আপনাকে ৩৭ মিলিয়ন রেজাল্ট দেখাবে। আর যদি ‘Amazon Echo review’ লিখে সার্চ দেন তবে এটি আপনাকে আরো কম সংখ্যক রেজাল্ট দেখাবে।
বিষয় নির্দিষ্টকরণ:
কোন বিষয়টি খুঁজতে চান সেটি নির্দিষ্ট করে লিখে সার্চ দিতে হবে। যেমন- আপনি যদি jaguar car সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে শুধু jaguar লিখে সার্চ করলে আপনি জাগুয়ার পশু সম্পর্কিত লিংক/ছবিও দেখতে পাবেন। এজন্য আপনাকে car বিষয়টি উল্লেখ করে দিতে হবে।
গুগলে সংরক্ষিত (কোনো সাইটের) ক্যাশ পেতে:
গুগল বিভিন্ন ওয়েব পেইজের ক্যাশ (Cache) জমা রাখে। সেসব সাইটের সার্ভার বন্ধ থাকলেও/পেইজ মুছে গেলেও গুগল ক্যাশ থেকে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত সেসব পেইজ কনটেন্ট ভিজিট করা যায়। অনলাইনে থাকা সাইটের গুগল ক্যাশ ভিজিট করেও সাইটের পুরাতন সংস্করণ দেখা যায়। গুগল ক্যাশ দেখার জন্য সাইটের ঠিকানা লেখার আগে Cache: লিখুন এবং পুরোটাই গুগলে সার্চ করুন। ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারেন সেই সাইটের/পেইজের গুগল ক্যাশ।
উদাহরণ : cache:http://poriborton.com/
নির্দিষ্ট ফরম্যাটের ফাইল:
কোনো নির্দিষ্ট ফরম্যাটের ফাইল খুঁজে পেতে ফাইল ফরম্যাট উল্লেখ করে দিন। যেমন- কোনো বিষয়ের পাওয়ার পয়েন্ট ফাইল খুঁজে পেতে চাইলে ফাইলের ধরন উল্লেখ করে দিন এভাবে Laptop Computer filetype:ppt
ক্যালকুলেটর/কারেন্সি/সংজ্ঞা:
গুগলের সার্চ বারকে সরাসরি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যায়। যেমন 909*90 লিখে এন্টার দিলে 909 ও 90 সংখ্যা দুটির গুণফল বের করা যাবে।
আর $90 to bdt লিখে সার্চ করলে 90 ডলারে সেই মুহূর্তে কত বাংলাদেশি টাকা পাওয়া যায় তা প্রদর্শিত হবে।
কোনো কিছুর সংজ্ঞা জানতে বিষয়টির আগে define লিখে গুগলে সার্চ দিতে হবে। যেমন, define news
ছবি দিয়ে ছবি সার্চ করা:
গুগলে ছবি ব্যবহার করে ছবি খোঁজার জন্য প্রথমে গুগল হোম/সার্চ পেজের উপরের দিকে থাকা Images লিঙ্কে ক্লিক করে গুগল ইমেজেস পেজে যেতে হবে। ওখানে ড্রাগ-ড্রপ বা ক্যামেরা চিহ্নিত বাটনে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিলেই ছবি আপলোড হয়ে আপনাকে আপলোডকৃত ছবির অনুরূপ ছবি দেখাবে। এছাড়া যেকোনো সার্চ ফলাফল প্রদর্শিত হওয়ার সময় সেই পেজের উপরের দিকে Images লেখায় ক্লিক করেও সংশ্লিষ্ট ইমেজ খুঁজে পাওয়া যাবে।
একই ধরনের ওয়েবসাইট খুঁজতে:
একই ধরনের ওয়েবসাইট খুঁজতে related শব্দটি ব্যবহার করতে পারেন।
যেমন: related:bbc.com
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.