গাবতলীর সংঘর্ষ: ৩ মামলায় ১২০০ জনকে আসামি
ওয়ান নিউজঃ রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুইজন পুলিশ সদস্য এবং ক্ষতিগ্রস্ত এক নারী বুধবার রাতে দারুসসালাম থানায় মামলা তিনটি দায়ের করেন। মামলাগুলোতে ৪৮ জনের নাম করে অজ্ঞাত পরিচয় আরো ১২০০ জনকে আসামি করা হয়েছে।
দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘দুটি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। অপর মামলার বাদী ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি।’
প্রসঙ্গত, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই গাড়ি চালককে আমৃত্যু কারাদণ্ডাদেশ ও মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার ও বুধবার পরিবহন ধর্মঘট ডাকে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ধর্মঘট চলাকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ব্যাপক নাশকতা চালায় পরিবহন তারা। এতে দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.