গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ১৫ মে
ওয়ান নিউজ ডেক্সঃ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ শনিবার দুপুরে এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৪-১৫ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।
গাজীপুর সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডলকে এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
আইন অনুযায়ী গাজীপুর সিটির নির্বাচনের দিন গণনা ৮ মার্চ ও খুলনা সিটির দিন গণনা ৩০ মার্চ থেকে শুরু হয়েছে। এ কারণে কমিশন এ দুটি সিটি করেপোরেশনের তফসিল ঘোষণা করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.