গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামু উপজেলার গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসিদের নিয়ে হেফজখানার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাফেজখানার নিজস্ব হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাফেজখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউনুস এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন তরুন সমাজ সেবক ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলা,মরিচ্যাচর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, গর্জনিয়া ২নং ওয়ার্ডের ইউনিয়ন সদস্য প্রার্থী মোঃ জাহেদ।

প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা আমাদের সন্তানদের দিতে হবে। প্রতিটি ঘরে ইসলামের আলো প্রজ্জলিত রাখতে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন।
সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তশালী আছে তাদের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


আজকে অজপাড়া গাঁয়ে একটি হাফেজখানা প্রতিষ্ঠিত হয়েছে বলে এই সমাজের অনেক শিশু কুরআন শিক্ষা পেয়েছে।সকলের প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নিতে হবে।
সভায় অন্য বক্তারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে মনযোগ দিতে বলেন পরিচালনা কমিটিকে।
মতবিনিময় সভার আরো বক্তব্য রাখেন, জাফর আলম, মনির আহমদ, সৈয়দ আলম, মোঃ আলী প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.